নদীয়া, নিজস্ব সংবাদদাতা: শান্তিপুর থানা এলাকার কিনু মুন্সি লেন এলাকার। জানা যায় এলাকার বাসিন্দা সোমনাথ ঠাকুর তার পরিবারকে নিয়ে জামাইষষ্ঠীতে গিয়েছিলেন শ্বশুরবাড়িতে। এদিন বাড়িতে এসে দেখে তার ঘরের দরজা ভাঙা অবস্থায় রয়েছে, এরপর ভেতরে ঢুকে দেখে গোটা ঘরে তছনছ অবস্থা। এরপর কাঁসা, পিতল, সোনা, গহনা, নগদ অর্থ চুরি হয়ে যায়। সোমনাথ বাবু জানান, তিনি কাঁসা-পিতলের ব্যবসা করেন বাড়িতেই তাঁর প্রচুর কাঁসা-পিতলের বাসন মজুদ করা ছিল। এই ঘটনাকে কেন্দ্র করে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে সোমনাথ ঠাকুর। যদিও অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।
জামাইষষ্ঠীতে গিয়েছিলেন শ্বশুরবাড়িতে, বাড়িতে এসে দেখে ঘরের দরজা ভাঙা, গোটা ঘরে তছনছ অবস্থা!!!

Leave a Reply