নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ- আলিপুরদুয়ারের হাসিমারায় গণবিবাহের অনুষ্ঠানে অংশ নিয়ে ধামসা মাদলের তালে পা মেলালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনদিনের সফরে উত্তরবঙ্গ সফরে এসেছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার তিনি আলিপুরদুয়ারে কর্মীসভা করেন। বুধবার হাসিমারার সুভাষিণী চা বাগানে গণবিবাহের অনুষ্ঠানে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন হাসিমুখেই ধামসা-মাদলের ছন্দে পা মেলান মুখ্যমন্ত্রী। রাজ্যের প্রশাসনিক প্রধান শত ব্যস্ততার মধ্যে এইভাবে সাধারণ মানুষের মধ্যে মিশে যাওয়ায় স্বাভাবিকভাবেই আপ্লুত স্থানীয়রা। এদিন এই গণবিবাহে উপস্থিত অনেকের সঙ্গেই ব্যক্তিগতভাবে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেকের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। খোঁজ নেন স্থানীয় মানুষদের। এলাকার উন্নতি সাধনে সঠিক পদক্ষেপ করা হচ্ছে কিনা, সেই বিষয়টিও খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আলিপুরদুয়ারের হাসিমারায় গণবিবাহের অনুষ্ঠানে অংশ নিয়ে ধামসা মাদলের তালে পা মেলালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Leave a Reply