এখনো অতি ভয়াবহ অবস্থায় পড়ে থাকা গঙ্গার পাড় বাঁধানোর কাজ শুরু না হওয়ায় ক্ষোভ উগরে দিলেন নদী তীরবর্তী এলাকার বসবাসকারী মানুষ।

0
391

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- প্রতিশ্রুতি শুধুই সার, বেশ কয়েকটি নদী তীরবর্তী এলাকার গঙ্গার পাড় বাঁধানো কাজ শুরু হলেও এখনো অতি ভয়াবহ অবস্থায় পড়ে থাকা গঙ্গার পাড় বাঁধানোর কাজ শুরু না হওয়ায় ক্ষোভ উগরে দিলেন নদী তীরবর্তী এলাকার বসবাসকারী মানুষ। বুধবার শান্তিপুর ২৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত নদী তীরবর্তী এলাকার বসবাসকারী মানুষ তাদের গঙ্গার পাড় বাঁধানো কাজ শুরু না হওয়ায় একাধিক ক্ষোভ উগরে দিলেন। ক্ষোভের সুরে তারা বলেন, শান্তিপুর ব্লকের বেশ কয়েকটি নদী তীরবর্তী এলাকার গঙ্গার পাড় বাঁধানোর কাজ ইতিমধ্যে শুরু হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত ১৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত কয়েক কিলোমিটার ভাঙ্গনের পাড় এখনো পর্যন্ত বাধানোর কোনরকম উদ্যোগ নেয়নি প্রশাসন। এর আগে একাধিকবার গঙ্গা ভাঙ্গনের কারণে বিঘা বিঘা চাষের জমি চলে গেছে গঙ্গাবক্ষে, এ ছাড়াও একাধিক পরিবারকে ভিটেমাটি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হয়েছে। কিন্তু নেতারা শুধু পরিদর্শন করতে আসে আর দিয়ে যায় প্রতিশ্রুতি। তাদের দাবি অবিলম্বে গঙ্গার পাড় পাকাপোক্তভাবে বাধানোর কাজ শুরু করুক প্রশাসন, না হলে শান্তিপুর পৌরসভার অধীনস্থ জল প্রকল্প সহ একাধিক এলাকা চলে যাবে গঙ্গার ভাঙ্গনে। যদিও শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী ওই এলাকায় গঙ্গার ভাঙন পরিদর্শনে গিয়ে আশ্বাস দিয়েছিলেন অতি দ্রুততার সাথে গঙ্গার পাড় বাঁধানো কাজ শুরু হবে। আজ পর্যন্ত সেই গঙ্গার পাড় বাঁধানোর কাজ শুরু না হওয়ায় তীব্র ক্ষোভ উগরে দেয় স্থানীয়রা। যদিও তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী বলেন, এর আগেই এড়িকেশন দপ্তরের আধিকারিকদের নিয়ে ভাঙ্গন পরিদর্শন করেছি। এছাড়াও সব কাগজপত্র তৈরি করা হয়ে গেছে, এখন শুধু কাজ শুরু হওয়া বাকি তবে খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here