গড়বেতার বড়মুড়া গ্রাম পঞ্চায়েত প্রাঙ্গণে মাধ্যমিক কৃত ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা।

0
267

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ১ নম্বর ব্লকের তিন নম্বর বড়মুড়া গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে গ্রাম পঞ্চায়েত প্রাঙ্গণে,গ্রাম পঞ্চায়েত এলাকার ২০২২ শিক্ষাবর্ষে মাধ্যমিক পরীক্ষায় কৃতি ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয়, জানা গিয়েছে এই দিন পাঁচজন ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয় গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে, সেই ৫ জন ছাত্রছাত্রীর মধ্যে সানমুড়া এলাকার ছাত্র সুমন গড়াই যার প্রাপ্ত নম্বর ৬৫৩, বড়মুড়া থেকে হৈমবতী পাল, যার প্রাপ্ত নম্বর ৬৪৪, সোনাদ্বীপা থেকে পলাশ মন্ডল,যার প্রাপ্ত নম্বর ৬৪১,সানমুড়া থেকে স্বস্তিকা পাল,যার প্রাপ্ত নম্বর ৬২৯ এবং সানমুড়া থেকে রিক মন্ডল,যার প্রাপ্ত নম্বর ৬০৯, এই ৫ জন ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয় গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে,এই দিন উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি মিতা সেনাপতি,সহ-সভাপতি সেবাব্রত ঘোষ,গ্রাম পঞ্চায়েতের প্রধান খোদেজা বিবি শেখ, পঞ্চায়েত সমিতির সদস্য আবতাউদ্দিন মন্ডল বিশিষ্ট সমাজসেবী হাবিবুল শেখ অন্যান্য বিশিষ্ট বর্গ। এই দিন ওই সব ছাত্র-ছাত্রীদের হাতে ফুল স্তবক দিয়ে সম্বর্ধনা দেওয়া হয়,পাশাপাশি আগামী দিনে ওইসব ছাত্র-ছাত্রীদের সব সময় পাশে থাকবে গ্রাম পঞ্চায়েত এমনটাই জানানো হয় গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here