নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- চা বাগান শ্রমিকদের নানান সমস্যা নিয়ে গেট মিটিং করা হল। বুধবার সকালে বৃষ্টিকে উপেক্ষা করে বিজেপির চা বাগান শ্রমিক সংগঠন ভারতীয় টি ওয়ার্কার্স ইউনিয়নের তরফে গেট মিটিং করা হয়। এদিন ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগানের ওই গেট মিটিং করা হয়। জানা গিয়েছে, মূলত শ্রমিকদের দৈনিক মজুরি বৃদ্ধি করতে হবে, চা বাগানের হাসপাতালে উন্নত চিকিৎসার সাথে অবিলম্বে এম বি বি এস ডাক্তার নিয়োগ করতে হবে, সঠিক সময়ে জ্বালানি দিতে হবে, এছাড়াও বিভিন্ন দাবি নিয়ে এদিনের গেট মিটিং হয় বলে জানা যায়।
চা বাগান শ্রমিকদের নানান সমস্যা নিয়ে গেট মিটিং করা হল।

Leave a Reply