প্রতিবন্ধকতাকে পেরিয়ে সফল পশ্চিম মেদিনীপুরের বেলদার দেউলী গ্রামের শিবা চক্রবর্তী।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুরের বেলদার দেউলী গ্রামের শিবা চক্রবর্তী, দরিদ্র পরিবারের একজন জন্মান্ধ পড়ুয়া। চলতি বছরে সে মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষা দিয়ে চমকপ্রদ ফল অর্জন করেছে। 700 নম্বরের মধ্যে 647 নম্বর পেয়েছে। এই বছরে মাধ্যমিক পরীক্ষায় সে পদার্থবিদ্যায়-99, অংক-96, জীববিদ্যায়-90, ইতিহাস-90, ইংরেজি-90, বাংলা-86পেয়েছে। ভবিষ্যতে ইতিহাস বিষয় নিয়ে পড়াশোনা করে শিক্ষকতা করতে চায় সে। সেই সঙ্গেই অন্ধ পড়ুয়াদের সাহায্য করতে ইচ্ছুক।
এই ফলাফলে স্বভাবতই ভীষণই খুশি তার বাবা মধু চক্রবর্তী জানান আজ তিনি সার্থক হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *