প্রান্তিক মনুষ্য সমাজের সামনে সমস্যা ও তাদের আশা আকাঙ্ক্ষা নিয়ে আলোচনা ইন্দস মহাবিদ্যালয়ে।

0
412

আবদুল হাই, বাঁকুড়াঃ বাঁকুড়া জেলার ইন্দাস মহাবিদ্যালয়ে আজ প্রান্তিক মনুষ্য সমাজের সামনে সমস্যা ও তাদের আশা আকাঙ্খা নিয়ে একদিবসীয় রাজ্যস্তরীয় আলোচনা চক্র অনুষ্ঠিত হয়।ভারতবর্ষের অর্থ সামাজিক ব্যবস্থাপনায় প্রান্তিক মানুষের সমস্যা প্রতিটা পদে প্রতিটা মুহূর্তে, এর অন্যতম কারণ আর্থিক দুর্বলতা, যদিও মানুষ পৃথিবীতে আসে নর ও নারী রূপেই কিন্তু পরিবেশ, পরিস্থিতি এবং জাতিগত বিন্যাসে, অর্থ সামাজিক ব্যবস্থার বলি হয়ে বর্তমানের অসহায়তায় ভবিষ্যতের স্বপ্ন হাহাকার করে।
ব্যাঘ্রাচার্য্য বৃহল্লাঙ্গুলের ভাষণ শিরোনামে লেখক মজার ছলে এক চরম বাস্তব তুলে ধরেছিলেন, তিনি বলেছিলেন যার প্রচুর অর্থ আছে সেঁজুতি দেখতে বেঁটেখাটো, কালো মোটা যাইহোক তবুও সে বড়লোক, আর আর্থিকভাবে দুর্বল ব্যক্তি সে দেখতে সুন্দর, বড়োসড়ো শরীরের হলেও সে ছোটলোক। প্রান্তিক মানুষদের ক্ষেত্রে এই উপমায় একমাত্র দেয়া যেতে পারে। এরপর পড়ে রইল আকাঙ্ক্ষা কথা, এ বিষয়ে কিছু বলা মানে বাতুলতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here