সোনামুখী বি,জে হাই স্কুল থেকে প্রভাত দত্ত উচ্চমাধ্যমিকে 494 নম্বর পেয়ে রাজ্যে মেধা তালিকায় পঞ্চম।

0
153

বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:-  আবারো শিরোনামে বাঁকুড়া। মাধ্যমিকে বাঁকুড়া জেলার জয়জয়কারের পড়ে উচ্চমাধ্যমিক চমক দিল বাঁকুড়া জেলার বি,জে হাই স্কুলের ছাত্র প্রভাস দত্ত।
বুদ্ধিমান ও মেধাবী ছাত্র হিসাবে প্রভাতের বরাবরই একটা রেকর্ড আছে। স্কুলের পরীক্ষা তো প্রভাত বরাবরই 1 থেকে 2 এর মধ্যে থাকতো। মাধ্যমিক পরীক্ষা তেও রাজ্যের মেধাতালিকায় দশম স্থান অধিকার করেছিল, এবার উচ্চমাধ্যমিকে পঞ্চম স্থান অধিকার করে ভবিষ্যতে ডাক্তার হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছে, কিন্ত প্রভাতেরর এই জার্নিং টা খুব একটা সহজ ছিল নয়, গরিব পরিবার, বাবার অর্থনৈতিক অবস্থা খুবই সঙ্গিন, যদিও বাড়ির পাশেই বাবার ছোট্ট একটি সোনার দোকান আছে কিন্তু চলে না সেই মত,, দিন আনা দিন খাওয়া মতোই অবস্থা পরিবারের, তারপরে আছে প্রভাতেররোগ-যন্ত্রণা ফলে ঠিকঠাক রাতজেগে পাঠ নিতে পারেনি, এ ব্যাপারে স্কুলের শিক্ষক শিক্ষিকারা তাকে সাহায্য করেছে যথেষ্টই। ভালো ফলের ব্যাপারে প্রভাতও আশা করেছিল এবং তার পরিবারও করেছিল সে ভালো ফল করবে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কিন্তু পঞ্চম স্থান পাবে এটা প্রত্যাশা করে নি। প্রভাসের এই সাফল্যে গর্বিত বাবা মা, আত্মীয়-স্বজন, প্রতিবেশী এবং স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ সকলেই।

বাঁকুড়ার সোনামুখী বি,জে হাই স্কুল চত্বর থেকে আব্দুল হাই এর রিপোর্ট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here