2016 সালে প্রতিবন্ধকতা সম্পর্কিত কেন্দ্রীয় বিলপাশ করা সত্ত্বেও তা অগ্রাহ্য করার, বিরূদ্ধে নদীয়ার কৃষ্ণনগরে আয়োজিত নবম রাজ্য সম্মেলন থেকে রাজ্য সরকারকে হুঁশিয়ারি রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর।

0
406

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর নবম রাজ্য সম্মেলন নদীয়ার কৃষ্ণনগরে শুরু হলো আজ থেকে। চলবে আগামীকাল বিকাল পর্যন্ত। সংগঠনের সদস্যরা দাবি করেন,
বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা উপেক্ষা করে 24 টি জেলা থেকে প্রায় ছয় হাজার তাদের প্রতিনিধিরা জমায়েত হয়েছেন। তাদের নিয়ে আজ কৃষ্ণনগর এক ঐতিহাসিক মিছিল তো হয়েছে যা সারা বাংলার প্রতিবন্ধীদের প্রতিনিধিত্ব করছেন, বেশিরভাগ প্রতিবন্ধকতা যুক্ত মানুষ নৈতিক সমর্থন থাকলেও শারীরিক সমস্যার কারণে সশরীরে উপস্থিত হতে পারেন না। প্রতিবন্ধকতাযুক্ত বিপুল পরিমানে মানুষের দাবি পৌঁছে যাবেবিধানসভা থেকে লোকসভা পর্যন্ত। সম্মেলনের
সভাপতিত্ব করতে আসছেন সংগঠনের প্রতিষ্ঠাতা কান্তি গাঙ্গুলি, উদ্বোধন করতে আসছেন
রাজ্যসভার সাংসদ অন্যতম আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও বিভিন্ন রাজ্যের প্রতিবন্ধী সংগঠনের নেতৃত্ব।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয় 2016 সালে পাশ করা আইন, এরাজ্যে রাজ্য সরকার কখনোই মান্যতা দিচ্ছে না। অন্যদিকে কেন্দ্রীয় সরকার , প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ তাদের বিভিন্ন সরকারি প্রকল্পে ব্যবস্থা করছেন না। বেশ কয়েকটি রাজ্যে সরকারি অনুদান বেশি হলেও এ রাজ্যে 1000 টাকামাত্র। প্রতিটি ব্লকে বিশেষভাবে সক্ষমদের সকলের জন্য বিদ্যালয় নেই। স্বনিযুক্তি প্রকল্পের বেকারদের রোজগারের ব্যবস্থা নেই। সুস্থ স্বাভাবিক দিয়ে নিয়ে গোষ্ঠী থাকলেও প্রতিবন্ধীদের গোষ্ঠী বা সেল্ফ হেল্প গ্রুপ নেই। বিভিন্ন জনসংখ্যা অনুযায়ী 15 শতাংশ যুক্ত প্রতিবন্ধী মানুষ থাকা সত্বেও , প্রতিবন্ধকতা যুক্ত কোন ব্যক্তির ক্ষেত্রে নির্বাচনে অংশগ্রহণে সংরক্ষন নেই । এ ধরনের বহু সমস্যার সম্মুখীন এখনো পর্যন্ত নিয়মিত নিরন্তর ভোগ করে চলেছেন তারা। সম্মেলন থেকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, আগামীতে আরো জোরালো আন্দোলনের ইঙ্গিত দিয়েছেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here