অগ্নিপথ’ নীতি বাতিলের দাবিতে শনিবার মেদিনীপুরে বিক্ষোভ মিছিল AIDSO র।

0
343

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  কেন্দ্রের সরকারের সামরিক বাহিনীতে নতুন যোজনা ‘অগ্নিপথ’ নীতি বাতিলের দাবিতে শনিবার মেদিনীপুরে বিক্ষোভ মিছিল সংগঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন ছাত্র সংগঠন AIDSO র জেলা সম্পাদক তনুশ্রী বেজ এবং যুব সংগঠন AIDYO র জেলা সভানেত্রী অনিন্দিতা জানা।
অনিন্দিতা জানা বলেন, বেকার যুবকদের কম বয়সের শক্তি কে সম্পূর্ণ নিগড়ে নিয়ে চার বছর পরে ছুঁড়ে ফেলে দেবে এই নীতি। তাই আমরা দাবি করছি এই সর্বনাশা অগ্নিপথ প্রকল্প বাতিল করে সমস্ত স্থায়ী কাজে স্থায়ী নিয়োগ করতে হবে।