উচ্চ মাধ্যমিকে ইংরেজিতে ফেল করায় গলায় ফাঁস লাগিয়ে আত্মাহত্যা করলো এক ছাত্রী।

0
322

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ– উচ্চ মাধ্যমিকে ইংরেজিতে ফেল করায় গলায় ফাঁস লাগিয়ে আত্মাহত্যা করলো এক ছাত্রী। হবিবপুর থানা অন্তর্গত বুলবুলচন্ডী অঞ্চলের ডুবাপারা এলাকায় ছাত্রীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ।ছাত্রী বাবা কুশি হালদার জানান উচ্চমাধ্যমিকে পরীক্ষায় ফেল করায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে তার মেয়ে । তার মেয়ে শম্পা হালদার বুলবুলচন্ডী আর এন রায় উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিল,ইংরেজিতে ফেল করায় সহ করতে না পেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে বলে মনে করছেন। ঘটনাটি ঘটে শুক্রবার রাতে বাড়ির সিড়ি ঘরের গলায় ফাঁস লাগাই। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হবিবপুর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতাল নিয়ে আসে সেখান থেকে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই পুলিশ সুত্রে জানা গিয়েছে মৃত ছাত্রীর নাম শম্পা হালদার (১৭)বাড়ি বুলবুলচন্ডী অঞ্চলের ডুবা পাড়া এলাকায়। এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে হবিবপুর থানার পুলিশ।

বাইট ঃ- বাবা কুশি হালদার