খেলতে খেলতে আচমকা এক টাকার কয়েন গিলে ফেলেছিল এক বছর দশ বয়সের বালক।

0
884

সুভাষ চন্দ্র দাশ,গোসাবা – খেলতে খেলতে আচমকা এক টাকার কয়েন গিলে ফেলেছিল এক বছর দশ বয়সের বালক।ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় গোসাবা ব্লকের মন্মথ্তনগর গ্রামে। শ্বাস নিতে কষ্ট হওয়ায় পরিবারের লোকজন কে ঘটনার কথা জানিয়েছিল বছর দশ বয়সের বালক গৌরাঙ্গ মুন্ডা। এমন ঘটনা জানার পর ওই বালকের বাড়ির লোকজন তাকে চিকিৎসার জন্য গোসাবা ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে রাতেই ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকরা। ক্যানিং মহকুমা হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসকদের তৎপরতায় শুক্রবার রাতেই তার গলা থেকে কয়েন বের করতে সক্ষম হয় ক্যানিং মহকুমা হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসকরা। হাঁফ ছেড়ে বাঁচে মুন্ডা পরিবারের লোকজন।রাতেই ওই বালক কে সুস্থ অবস্থায় ছুটি দিয়ে দেওয়া হয় হাসপাতাল থেকে।