পূর্বাঞ্চল তপশিলি জাতি ও উপজাতির জীবন বীমা কর্মচারী কল্যাণ সমিতির ৩৪ তম বার্ষিক সম্মেলন আয়োজিত হল রানাঘাট চূর্ণী অডিটরিয়ামে।

0
238

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- পূর্বাঞ্চল তপশিলি জাতি ও উপজাতির জীবন বীমা কর্মচারী কল্যাণ সমিতির ৩৪ তম বার্ষিক সম্মেলন আয়োজিত হল রানাঘাট চূর্ণী অডিটরিয়ামে। এদিনের সভায় জীবন বীমা কল্যান সমিতির কর্মচারীরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে, গঠিত হয় তাদের কমিটি।এলআইসির শেয়ার ইতিমধ্যেই বাজারে এনেছে সরকার। কিন্তু সেই সেই পদ্ধতিতে বেশকিছু ছুটি আছে বলে প্রতিবাদ জানানো হয় এদিনের সম্মেলনে।তাছাড়া জীবনবিমা কর্মচারীদের বিভিন্ন সমস্যা নিয়ে এদিনের সম্মেলনে আলোচনা করা হয়।এদিনের সভায় উপস্থিত ছিলেন সংগঠনের জোনাল কমিটির পদাধিকারীরা।এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের ২৩শাখা থেকে ১০০জন প্রতিনিধি।