শেষ হল জয়ন্ত নস্কর স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট।

0
1571

সুভাষ চন্দ্র দাশ,গোসাবা – গোসাবার বিধায়ক জয়ন্ত নস্কর গত ২০২১ এ ১৯ জুন প্রয়াত হয়েছিলেন।তাঁরই স্মৃতির উদ্দেশ্যে প্রথম বর্ষের দুই দিনের এক নকআউট ফুটবল টুর্ণামেন্ট আয়োজন করেছিল সাতজেলিয়া যবক সংঘ।টুর্ণামেন্টে অংশ গ্রহন করেছিলো গোসাবা ব্লকের বিভিন্ন প্রান্তের ১৬ টি ফুটবল টীম।শুক্রবার বিকালে টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় লাক্সবাগান রামদয়াল স্মৃতি সংঘ বনাম কালি ক্লাব। খেলার নির্ধারিত সময়ে গোল শূন্য হওয়া টাইব্রেকার হয়। টাইব্রেকারে কালি ক্লাব জয়লাভ করে। এদিন সন্ধ্যায় জয়ী দলের হাতে পুরষ্কার স্বরুপ দুটি গোরু তুলে দেওয়া হয় টুর্ণামেন্ট আয়োজক কমিটির তরফ থেকে।
প্রত্যন্ত গ্রামে এমন ফুটবল টুর্ণামেন্ট উপলক্ষে প্রচুর ফুটবল প্রেমী দর্শক উপস্থিত হয়েছিলেন।বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন টুর্ণামেন্ট আয়োজক কমিটির সম্পাদক ক্ষিতীশ মন্ডল সহ অন্যান্যরা।