রতুয়া দুই নম্বর ব্লকের মহারাজপুর এলাকায় বিপুল পরিমাণে এটিএম কার্ড উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য।

0
229

নিজস্ব সংবাদদাতা, মালদা:—রতুয়া দুই নম্বর ব্লকের মহারাজপুর এলাকায় বিপুল পরিমাণে এটিএম কার্ড উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য। পরিতোক্ত পুকুরের পাড় থেকে প্রায় এক বস্তা এটিএম কার্ড উদ্ধার হয়েছে এমনটাই জানাচ্ছে স্থানীয়রা। এই এটিএম কার্ড কিভাবে এলাকায় পৌঁছল ব্যাংক কর্তৃপক্ষ বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হলেন স্থানীয়রা। মালদার রতুয়া ২ ব্লকের অন্তর্গত মহারাজপুর এলাকায় অবস্থিত রয়েছে বঙ্গীয় গ্রামীন বিকাশ ব্যাঙ্ক এর একটি শাখা। এই ব্যাংকের শাখার ঢিল ছড়া দূরত্বে বস্তা এখানে উদ্ধারের ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলছেন স্থানীয়রা। স্থানীয়দের মতে এই এটিএম কার্ড এখনো বাতিল হওয়ার সময়সীমা বাকি রয়েছে। গ্রাহকদের নামে তৈরি হওয়া এই এটিএম কার্ড কি করে ফেলে দিল সে নিয়ে প্রশ্ন তুলছেন গ্রামবাসীরা। গোটা ঘটনায় বঙ্গীয় গ্রামীন বিকাশ ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানাচ্ছে, এই এটিএম কার্ড থেকে কোন গ্রাহকের ক্ষতি হবে না। এটিএম কার্ড তৈরি হলেও কোন গ্রাহকের কাছে ইস্যু হয়নি। তবে ব্যাংকের এটিএম উদ্ধারের ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানাচ্ছে ব্যাংক কর্তৃপক্ষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here