কালিয়াগঞ্জ পৌর সভার উদ্যোগে মহিলারা সেলাইয়ের প্রশিক্ষণ নিয়ে নিজের পায়ে দাঁড়াতে শিখেছে।

0
3211

উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ- আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের জাতীয় গ্রামীণ জীবন জীবিকা মিশন -এর আওতায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এখন স্বনির্ভর হচ্ছেন বিভিন্ন জায়গায়। কালিয়াগঞ্জ পৌর সভার উদ্যোগে এই মহিলারা বর্তমানে সেলাইয়ের প্রশিক্ষণ নিয়ে আজ নিজের পায়ে দাঁড়াতে শিখেছে।এই প্রশিক্ষণ নিয়ে কয়েকমাস আগেও যে মহিলারা নিজের পায়ে দাঁড়াতে না পেরে আর্থিক অনটনের মধ্য দিয়ে দিন কাটাতো।সেই সমস্ত মহিলারা আজ স্বনির্ভর হতে পেরে আয়ের মুখ দেখতে শুরু করে দিয়েছে বলে খোঁজ নিয়ে জানা যায়।কালিয়াগঞ্জ পৌর সভার পৌর প্রসাশক রাম নিবাস সাহা এক প্রশ্নের উত্তরে বলেন কালিয়াগঞ্জ পৌর সভার প্রথম থেকেই একটা পরিকল্পনা ছিল যেমন করেই হোক পিছিয়ে পরা মহিলাদের সামনের সারিতে এনে তাদের আয়ের পথ তৈরি করে দিয়ে তাদের মুখে হাসি ফোটাতে হবে।কালিয়াগঞ্জ পৌর সভা সেই পরিকল্পনাকে সার্থক রূপ দিতে পারায় আমরা গর্বিত।কালিয়াগঞ্জ পৌর সভার উদ্যোগে এবং কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের জাতীয় গ্রামীণ জীবন জীবিকা মিশনের আওতায় সেই সব মহিলাদের এনে তারা আজ স্বনির্ভর হতে পেরেছে।এই স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা বর্তমানে কালিয়গঞ্জের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা কালিয়াগঞ্জ ব্লকের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের স্কুল ড্রেস তৈরি করতে প্রচন্ড দক্ষ। কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা রাম নিবাস সাহা বলেন বর্তমানে এই স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা কালিয়াগঞ্জ ব্লকের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য ১৬০০০হাজার স্কুল ড্রেস তৈরি করতে ব্যস্ত। তিনি বলেন তাদের পৌর সভায় ১৫৭জন পিছিয়ে পরা মহিলারা স্কুল ড্রেস তৈরি করছে।তিনি বলেন সারা বছর ধরেই এই মহিলারা কাজ করবে এবং আর্থিক দিক দিয়েও স্বনির্ভর হবে বলে পৌর পিতা রাম নিবাস সাহা বলেন। স্বনির্ভর দলের মহিলা শিলা রায় বলেন আমরা এই সেলাই প্রশিক্ষণ নিয়ে নতুন জীবনের দিকে এগিয়ে চলেছি।এই প্রশিক্ষণ নিতে পেরে আমরা গর্বিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here