হাজারদুয়ারীর সামনে সকাল সাতটা থেকে শুরু হয়েছে সমবেত যোগ প্রদর্শন।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- আজ আন্তর্জাতিক যোগ দিবস। এই উপলক্ষে ঐতিহাসিক হাজারদুয়ারির তরফ থেকে এর আয়োজন করা হয়েছে। হাজারদুয়ারীর সামনে সকাল সাতটা থেকে শুরু হয়েছে সমবেত যোগ প্রদর্শন। এই যোগ প্রদর্শনী তে উপস্থিত ছিলেন শহরের প্রচুর শুভ নাগরিকবৃন্দ এবং এখানকার কর্মীগণ ও মুর্শিদাবাদ বিধানসভার বিধায়ক মাননীয় শ্রী গৌরী শংকর ঘোষ, শ্রী সৌমেন মন্ডল, ছোটে নবাব সহ যোগ দিবসে আগত শুভ নাগরিকবৃন্দ। এই আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বিধায়ক গৌরীশংকর ঘোষ বলেন ২০১৫ সাল থেকে শুরু হয়েছে এই যোগ দিবস, মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির আহবানে শরীরকে সুস্থ রাখার তাগিদে ভারতবর্ষ ব্যাপী এবং সারা বিশ্ব এর অনুসরণ করছে শারীরিক সুস্থতার কারণে। তিনি বলেন আমরা যোগা ভাস এর মধ্য দিয়ে শরীরকে সুস্থ রাখার বার্তা দিয়েছি, কারণ শরীর সুস্থ থাকলে মন ভালো থাকবে মন ভালো থাকলে সবাই ভালো থাকবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *