দীর্ঘদিন ধরে রাস্তা বেহাল, বারবার বলা সত্বেও সংস্কারের কোনো উদ্যোগেই লক্ষ্য করা যাচ্ছে না বলে অভিযোগ এলাকাবাসীর।

0
365

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- দীর্ঘদিন ধরে রাস্তা বেহাল, বারবার বলা সত্বেও সংস্কারের কোনো উদ্যোগেই লক্ষ্য করা যাচ্ছে না বলে অভিযোগ এলাকাবাসীর। এই দাবিতে ইতিপূর্বে দুই জায়গায় অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত রাস্তা সারাইয়ের প্রতিশ্রুতি দিলে অবরোধ তুলে নেয় তারা। কিন্তু মাস খানেক অতিবাহিত হয়ে গেলেও প্রতিশ্রুতি পালন করেনি ব্লক প্রশাসন। ফলে শুক্রবার ফের অবরোধে সামিল হয় স্থানীয় বাসিন্দারা। আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের জটেশ্বর চৌপথী থেকে গদিখানা মোড় পর্যন্ত প্রায় ৭ কিমি রাস্তার অবস্থা বেহাল বলে দীর্ঘ দিন অভিযোগ করে আসছে স্থানীয় বাসিন্দারা।স্থানীয় বাসিন্দাদের রাস্তা সংস্কারের দাবিকে গুরুত্ব দিচ্ছে না কর্তৃপক্ষ।ফলে শুক্রবার সংশ্লিষ্ট বেহাল রাস্তা সংস্কারের দাবিতে মালসাগাঁও অতীত পাড়া মোড় এলাকায় অবরোধে সামিল হয় এলাকাবাসী। অবরোধের জেরে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনস্থলে পৌঁছায় জটেশ্বর ফাঁড়ির পুলিশ। এলাকাবাসীর দাবি যতক্ষণ পর্যন্ত বিডিও এসে লিখিত প্রতিশ্রুতি দেবেন না ততক্ষন অবরোধ চালিয়ে যাবেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here