গত পাঁচ বছর ধরে বহাল তবিয়তে নামী ব্যান্ডের (জিন্দাল)সামগ্রী তৈরী করে মালদা সহ উত্তরপূর্ব ভারতে ব্যবসা ফাঁদ পেতেছিলেন মালদা স্বনামধন্য এক ব্যবসায়ী।

0
200

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-আস্ত একটা কারখানা। যে কারখানায় তৈরী হচ্ছে নামী ব্যান্ডের(জিন্দাল) স্টিল সামগ্রী। চক্ষু চড়ক গাছ সকলের। গত পাঁচ বছর ধরে বহাল তবিয়তে নামী ব্যান্ডের (জিন্দাল)সামগ্রী তৈরী করে মালদা সহ উত্তরপূর্ব ভারতে ব্যবসা ফাঁদ পেতেছিলেন মালদা স্বনামধন্য এক ব্যবসায়ী। অবশেষে এমন নামী ব্যান্ডের নকল সামগ্রী তৈরীর কারখানার পর্দা ফাঁস করলেন নামী ব্যান্ডের(জিন্দাল )ম্যানেজার সহ কর্মীরা। বাজারে তাদের সামগ্রী বিক্রীর কম হতেই তদন্ত শুরু করেছিলেন নামী ব্যান্ড কোম্পানির ম্যানেজার। তাতেই এমন কারখানার হদিস পান। বিষয়টি মালদা জেলা পুলিশ সুপারকে জানানো হয়। তারই পরামর্শে ইংরেজবাজার থানায় অভিযোগ করা হয়। এরপর অভিযান চালানো হয়। প্রায় পাঁচ কোটি টাকার বেশী নামী ব্যান্ডের নকল সামগ্রী উদ্ধার হয়। চায়না থেকে স্টিল কিনে তার মধ্যে নামী ব্যান্ডের (জিন্দাল)কোম্পানির লোগো ব্যবহার করে বাজারে বিক্রী করতেন এই সামগ্রী রিতেশ চিৎলাঙ্গিয়া নামে এক ব্যবসায়ী। এমন কান্ডে হতবাক পুলিশকর্তারও। ঘটনা ঘিরে চাঞ্চল্য জেলা জুড়ে। যদি অভিযুক্ত ব্যবসায়ী বিষয়টি এড়িয়ে গেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here