সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং :- এক বিরল প্রজাতির একটি কচ্ছপ ধরে বনদফতরের হাতে তুলে দিলেন দরিদ্র মৎস্যজীবিরা।জানা গিয়েছে কচ্ছপটির ওজন প্রায় ১১ কেজি। এটি অষ্ট্রেলিয়ান প্রজাতির বিরল কচ্ছপ বলে বনদফতরের দাবী। কচ্ছপটি সুস্থ রয়েছে কি না তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে সুন্দরবনের নদীতে ছেড়ে দেওয়া হবে বলে বনদফতর সুত্রের খবর।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে ক্যানিং থানার অন্তর্গত তালদি গ্রাম পঞ্চায়েতের রাজাপুর কৃষ্ণকালি কলোনির বাসিন্দা তপন দাস,নির্মল দাস, মন্ডল,দুখীরাম মন্ডলরা পেশায় মৎস্যজীবি। প্রতিদিনই স্থানীয় নদীখাড়িতে মাছ কাঁকড়া ধরে জীবন জীবিকা নির্বাহ করেন।অন্যান্য দিনের মতো রবিবার ভোরে ক্যানিংয়ের মাতলা নদীতে মাছ ধরার জন্য গিয়েছিল।নদীতে জাল ফেলে মাছ ধরছিলেন।একসময় আচমকা তাদের জাল আটকে যায়।অতিরিক্ত ভারি হতে থাকে। তিন মৎস্যজীবি জাল টি কোন রকমে টেনে ডাঙায় তোলার চেষ্টা করে। প্রথমে ভেবে ছিলেন কুমীর হতে পারে। তারপর জাল ডাঙায় তুলতে তাদের চক্ষু চড়ক গাছ হয়ে যায়। ইয়া বড় কচ্ছপ তাদের জালে ধরা পড়ে।কচ্ছপ টি নিয়ে কি করবেন এবং কি ভাবে বাঁচানো যায় তার জন্য তিন মৎস্যজীবি মহা ফাঁপরে পড়ে যায়। তারা কচ্ছপটি উদ্ধার করে গ্রামে নিয়ে গিয়ে স্থানীয় তৃণমূল নেতা পবিত্র সাঁফুই কে ঘটনার কথা জানায়।তৃণমূল নেতা তৎক্ষণাদ ক্যানিং থানার আইসি সৌগত ঘোষ ও স্থানীয় মাতলা রেঞ্জ বনদফতর কে ঘটনার কথা জানায়। মুহূর্তে তালদির রাজাপুর কৃষ্ণকালি এলাকায় পৌঁছে যায় ক্যানিং থানার পুলিশ ও বনদফতরের লোকজন। সেখানে আধিকারীকদের হাতে বিরল প্রজাতির কচ্ছপটি তুলে দেয় তিন মৎস্যজীবি।
পুলিশ প্রশাসন ও বনদফতরের আধিকারীকরা দরিদ্র তিন মৎস্যজীবি কে ভূয়সীপ্রশংসা করেছেন।
মৎস্যজীবিদের জালে ১১ কেজি ওজনের অষ্ট্রেলিয়ান প্রজাতির বিরল কচ্ছপ,তুলে দিলেন বনদফতরের হাতে।

Leave a Reply