নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- আজ সোমবার ফালাকাটায় আর কিছুক্ষণের মধ্যেই আসছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ইতিমধ্যে বিভিন্ন প্রান্তের থেকে বিজেপির কর্মী সমর্থকরা ফালাকাটায় আসতে শুরু করেছেন। জানা গিয়েছে, সোমবার বিকেল চারটা নাগাদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ফালাকাটায় আসছেন। তিনি সরাসরি প্রকাশ্য সমাবেশে হাজির হবেন।
বিজেপি সূত্রের খবর, শুভেন্দু অধিকারীর কর্মসূচি সফল করতে গত এক সপ্তাহ ধরে ফালাকাটায় গেরুয়া শিবিরের তরফে জোরদার প্রস্তুতি নেওয়া হয়েছে। কারণ শুভেন্দুর প্রকাশ্য সমাবেশের মাধ্যমে আগামী পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু করতে চাইছে বিজেপি। শহরের বেসিক স্কুলের মাঠে শুভেন্দুর সমাবেশ হবে। সেই সভায় দশ হাজার কর্মী-সমর্থকের সমাগম হবে বলে মনে করছেন বিজেপি নেতৃত্ব।
Leave a Reply