দীর্ঘদিন ধরে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ এর অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের খাচা মোড় থেকে কালিবাড়ি মোড় পর্যন্ত রাস্তার বেহাল দশা

0
152

উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ– প্রতিদিন প্রায় এক হাজার লোকের যাতায়াত একটাই মাত্র রাস্তায় গ্রামের। বর্ষাকালে এই রাস্তায় একমাত্র চলাচলের ভরসা। দীর্ঘদিন ধরে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ এর অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের খাচা মোড় থেকে কালিবাড়ি মোড় পর্যন্ত দীর্ঘদিন ধরে বেহাল ছিল অল্প বৃষ্টিতেই রাস্তা কাদা হয়ে যেত। কিছুদিন আগেই রাস্তাহবার অনুমোদন পায়। ঢালাই রাস্তার সেই মোতাবেক কাজ শুরু হয় প্রায় 150 মিটারের রাস্তা কাজ হয়। কিন্তু তিন দিনের মাথায় দেখা যায় রাস্তা ভাঙতে শুরু করে। এলাকার মানুষের দীর্ঘদিনের অপেক্ষার পর ও স্বপ্ন কিন্তু পূরণ হলো না। ভালো রাস্তা দিয়ে যাতায়াত তারা করবে। তিন দিনের মাথায় রাস্তা ভাঙতে শুরু করে। গ্রাম পঞ্চায়েতের মেম্বারের স্বামী তপন সরকার বলেন আমাদের কেউ জানায়নি রাস্তা তৈরির কথা। কোন সিডিউল ছাড়াই রাস্তা তৈরি করা হয় রাস্তাটি অত্যন্ত নিম্নমানের কাজ করা হয়েছে। এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিন ধরে আমরা কাঁচা রাস্তায় অল্প বৃষ্টি হলেই আমাদের কষ্ট হতো রাস্তা যাতায়াত করতে সেইখান থেকে ঢালাই রাস্তার অনুমোদন পাওয়া। রাস্তা তৈরি করা হয়। কিন্তু রাস্তাটি নিম্নমানের করা হয় পুনরায় যদি রাস্তা তৈরি করা না হয় আমরা আন্দোলন করবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here