পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- শুক্রবার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা খ্যাতিমান চিকিৎসক ডঃ বিধান চন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু দিবস শ্রদ্ধার সঙ্গে পালন করল পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লক তৃণমূল, এইদিন ব্লক তৃণমূল দলীয় কার্যালয় তার প্রতিকি ছবিতে মাল্যদান ও পুষ্প অর্পণের মধ্য দিয়ে ক্ষেপি মাল চিকিৎসকের জন্ম ও মৃত্যু দিবস পালন করল ব্লক তৃণমূল, পাশাপাশি কোলাঘাট ব্লকের পাইকপাড়ি গ্রামীণ হাসপাতালে কর্মরত সমস্ত চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের সম্বর্ধনা জানানো হয় ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, পাশাপাশি হাসপাতাল চত্বরে পরিষ্কার পরিচ্ছন্ন করার কর্মসূচি গ্রহণ করে ব্লক তৃণমূল,অন্যদিকে কোলাঘাট ব্লকে যে সমস্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা রয়েছেন তাদের সম্বর্ধনা জানানো হয় ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, এই সম্বন্ধে কোলাঘাট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত ব্যানার্জি বলেন আজকের এই মহান দিনে সমস্ত চিকিৎসকদের এবং স্বাস্থ্য কর্মীদের সম্বর্ধনা দেওয়া হয়েছে ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, পাশাপাশি এই সম্বন্ধে কোলাঘাট ব্লক স্বাস্থ্য আধিকারিক জানান আজকের দিনটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, আমরা চাই এই খ্যাতিমান চিকিৎসকের পথ অবলম্বন করে চলার, আগামী দিনে যাতে সাধারণ মানুষ আরো চিকিৎসার সুব্যবস্থা পায় সেই দিকে নজর থাকবে আমাদের,স্থানীয় চিকিৎসক ড: প্রবীর ভৌমিক বলেন আমরা খুব আপ্লুত এই ধরনের কর্মসূচি নিয়ে, পাশাপাশি তিনি আরো বলেন চিকিৎসক এবং সাধারণ মানুষের মধ্যে যে দূরত্বটা তৈরি হয়েছিল, তা মহামারী ভাইরাসের সময় থেকে খুব নিবিড় সম্পর্ক তৈরি হয়েছে,পাশাপাশি সমস্ত ব্লক তৃণমূলের কর্মী সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।
প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ডঃ বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু দিবস পালন করলো কোলাঘাট ব্লক তৃণমূল,চিকিৎসকদের করা হলো সম্বর্ধনা।

Leave a Reply