পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে হোমের শিশুদের নিয়ে ভালো থাকা, ভালো রাখা শীর্ষক অনুষ্ঠান।

0
167

সুদীপ সেন, বাঁকুড়া:-  সুমঙ্গলম হোম ফর বয়েজ,
কেন্দুয়া ডি বিকাশ সোসাইটি,রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন এই তিনটি হোম এবং তথ্য সংস্কৃতি দপ্তরের সাথে নিয়মিত অনুষ্ঠান করা কিছু ব্যাক্তি ও সংস্থা কে নিয়ে ৮ ই জুলাই বাঁকুড়ার রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হলো ভালো থাকা, ভালো রাখা নামক একটি সাংস্কৃতিক অনুষ্ঠান।

এই অনুষ্ঠানটি পশ্চিমবঙ্গ সরকারের শিশু কিশোর আকাদেমি, তথ্য ও সংস্কৃতি বিভাগ, নারী ও শিশু এবং সমাজ কল্যাণ বিভাগের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়।

পশ্চিমবঙ্গের সরকারী হোমের বর্ষ ব্যাপী কর্মশালার উদযাপন উপলক্ষ্যে এই অনুষ্ঠান হয়।

হোমে থাকা শিশু কিশোর এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের এই সাংস্কৃতিক অনুষ্ঠান সকলের নজর কাড়ে।

সমবেত নৃত্য, যোগা, আবৃত্তি, নৃত্য, নাটকের মাধ্যমে সমাজ সচেতনতা এবং শিশু শ্রম বিরোধী এবং বিজ্ঞানের নানা উপকারী দিক হোমের শিশুরা তুলে ধরে।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি, জেলা শাসক কে, রাধিকা আইয়ার ,বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান অলকা সেন মজুমদার, জেলাশাসক উন্নয়ন, বাঁকুড়া, জেলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু, জেলা তথ্য সংস্কৃতি অধিকর্তা গণেশ হাঁসদা ,সমাজ কল্যাণ দপ্তরের আধিকারিক গণ এবং অন্যান্য আধিকারিক বৃন্দ।

শিরোনাম: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে হোমের শিশুদের নিয়ে ভালো থাকা, ভালো রাখা শীর্ষক অনুষ্ঠান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here