মুর্শিদাবাদ জেলার তৃতীয় বৃহত্তম ঈদগাহ জামাত নসিপুর ঈদগাহ জামাতে ঈদ উল আযহার নামাজ অনুষ্ঠিত হলো।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- আজ মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঈদ উল আযহা । আজ মুসলিম ধর্মালম্বি মানুষদের সবচেয়ে বড়ো দুটি ধর্মীয় উৎসবের দ্বিতীয়টি। চলতি কথনে এই উৎসবটি কুরবানীর ঈদ নামেও পরিচিত। এই উৎসবকে ঈদুজ্জ্বহাও বলা হয়। ঈদ উল আযহা মূলত আরবী বাক্যাংশ । এর অর্থ হলো ত্যাগের উৎসব। এই উৎসবে মূল অর্থ হলো ত্যাগ করা । এই দিনটি তে মুসলমান সম্প্রদায়ের মানুষ ফজরের নামাজের পর ঈদগাহ ময়দানে গিয়ে দুই রাকাত ঈদুল আজহার নামাজ আদায় করে । বিগত দুই বছর করোনা কালে ঈদগাহ ময়দানে জামাত অনুষ্ঠিত হয়নি । দুই বছর পর আবারো ঈদগাহ ময়দানে ঈদ উল আযহার নামাজের জামাত অনুষ্ঠিত হচ্ছে । মুর্শিদাবাদ জেলার তৃতীয় বৃহত্তম ঈদগাহ জামাত নসিপুর ঈদগাহ জামাতে ঈদ উল আযহার নামাজ অনুষ্ঠিত হলো। এই দিন ঈদগাহ ময়দানে নামাজ আদায়ের পর মুসলিম সম্প্রদায়ের মানুষ নিজ সামর্থ্য অনুযায়ী গরু , ছাগল , ভেড়া , মহিষ , উট আল্লাহর নামে কোরবানি করে । এই কুরবানী দেওয়া নিয়ে ইতিহাসে কথিত আছে আল্লাহর নির্দেশে হজরত ইব্রাহিম আল্লাহি ওয়া সাল্লাম আল্লাহর নির্দেশে নিজ পুত্র ইসমাইল আল্লাহহি ওয়া সাল্লাম কে কুরবানী দিয়েছিলেন। আর এইদিন এই কুরবানীর মাধ্যমে হজরত আল্লাহহি ওয়া সাল্লাম এর ইচ্ছা ও ত্যাগের কথা স্মরণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *