নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ- জলপাইগুড়ি শহর সংলগ্ন ঠুটাপাকরি এলাকায় একটি মিষ্টির দোকানে বেশ কয়েক দিন থেকে কাজ করতো পনেরো বছর বয়সী এক বালক। গোপন খবরের ভিত্তিতে এলাকার পঞায়েট ও বাহাদুর গ্রাম পঞায়েটের আইনীসহায়কের সাহায্য নিয়ে সেই মিষ্টির দোকান দারকে শিশুশ্রম করানো আইনী দন্ডনীয় অপরাধ ।পাশাপাশি সেই শিশু টির পরিবারের সদস্যদের কাছে পুরো বিষয়টি বোঝানো হয়।এরপর সেই শিশু টিকে বাড়িতে পড়াশোনার পরামর্শ দেবা হয়। শিশু শ্রমের পুরো বিষয়টি নিয়ে একটি সচেতনা শিবির ও করা হয় এখানে।দোকান থেকে মুক্ত হয়ে আবার যাতে সেই জায়গায় ফিরে না যায় সেই বিষয়টি ও দেখবে বলে জলপাইগুড়ি চাইলড লাইনের সদস্য সুদীপ্ত গোস্বামী জানিয়েছেন।
মিষ্টির দোকানে কাজ করা শিশুশ্রম বন্ধ করল জলপাইগুড়ি চাইলড লাইন।

Leave a Reply