নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম :- ঝাড়গ্রাম পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর বিপ্লব সিটের একমাত্র পুত্র সন্তান ২১ বছর বয়সী প্রীতম সিট তার বান্ধবী বৃষ্টি জানা ও আরো চার বন্ধুকে নিয়ে সোমবার দীঘার মন্দারমনির পার্কিং রিসোর্টে উঠেছিলেন । মঙ্গলবার দুপুরে মন্দারমনির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে যায় প্রীতম সিট ও তার বান্ধবী বৃষ্টি জানা। বিষয়টি দেখার সঙ্গে সঙ্গে নুলিয়ারা গিয়ে তাদের উদ্ধারের চেষ্টা করে। তবে উত্তাল সমুদ্র থেকে প্রীতম সিটের নিথর দেহ উদ্ধার করা হলেও তার বান্ধবীকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। ওই দুর্ঘটনার খবর ঝাড়গ্রাম শহরের বলরামডিহি এলাকায় তার বাড়িতে এসে পৌঁছলে তার পরিবারে ও গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। ওই মর্মান্তির ঘটনার খবর পেয়ে মন্দারমনির উদ্দেশ্যে রওনা দিয়েছেন মৃত যুবকের বাবা বিপ্লব সিট সহ তার পরিবারের অন্যান্য সদস্যরা। তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর বিপ্লব সিটের এক ছেলে ও এক মেয়ে। প্রীতম ছিল বাড়ির বড় ছেলে । দীঘার মন্দারমনি তে সমুদ্রে আনন্দ করতে গিয়ে এমন মর্মান্তিক ঘটনা ঘটবে তা কেউ ভাবতে পারেনি। তাই ওই ঘটনার খবর ঝাড়গ্রাম শহরে আসার পর কার্যত তার পরিবারেও গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।
দীঘার মন্দারমনি তে সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে ঝাড় গ্রামের এক যুবকের মৃত্যু, নিখোঁজ ওই যুবকের বান্ধবী।

Leave a Reply