প্রাথমিক বিদ্যালয়ের অযোগ্য শিক্ষকের অংক ভুল, দ্বিতীয় শ্রেণীর ছাত্র সমাধান করল।

আবদুল হাই, বাঁকুড়াঃ শিক্ষক অযোগ্য পারেন না বাংলা পড়াতে৷ জানেন না বাংলা বানান। এই বিষয় নজরে আসে ছাত্র ছাত্রীদের অবিভাবকদের। অযোগ্য শিক্ষক কে স্কুল থেকে সরানোর দাবি নিয়ে স্কুলের গেটে তালা দিয়ে বিক্ষোভ জানান গ্রামের মানুষজন। ঘটনা বাঁকুড়ার ওন্দা থানার চড়ুইকুড় গ্রামের চড়ুইকুড় প্রাথমিক বিদ্যালয়ের। সোমবার স্কুলের শিক্ষকদের বাইরে বসিয়ে রেখে স্কুলে তালা দিল গ্রামের অভিভাবকরা। অভিযোগ স্কুলের শিক্ষক রাজীব কুমার দীক্ষিত একজন অযোগ্য শিক্ষক। স্কুলের পঠন পাঠনে ছাত্রছাত্রীদের ভুলভাল পড়ান। বাংলা বানান থেকে শুরু করে বাংলা পড়াতে জানেন না ওই শিক্ষক এমন অভিযোগ তুললেন গ্রামের ছাত্র ছাত্রীদের অভিভাবকরা। এই বিষয়ে অভিভাবকদের নজরে আসার পরে এই শিক্ষককে সরানোর দাবি জানানো হয় সংশ্লিষ্ট দফতরের কাছে। কিন্তু কোন সুরাহা না হওয়ায়। সোমবার স্কুলের অযোগ্য শিক্ষককে স্কুল থেকে সরানোর দাবি নিয়ে স্কুলের গেটে তালা ঝুলিয়ে শিক্ষকদের বাইরে বসিয়ে রাখল গ্রামের মানুষ জন। আন্দোলনকারী গ্রামের মানুষের দাবি, এই অযোগ্য শিক্ষক যতক্ষন না সরানো হচ্ছে ততক্ষন এই আন্দোলন চলবে বলেও জানানো হয়েছে। গ্রামবাসীদের দাবি সাথে সহমত স্কুলের প্রধান শিক্ষক। প্রধান শিক্ষকের দাবি স্কুলের ওই শিক্ষক ঠিক মতন পড়াতে পারেন না এই বিষয়ে তিনি উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়ে ছিলেন। যদিও এই বিষয়ে অভিযুক্ত শিক্ষকের দাবি তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। পরে প্রশাসনের তরফ থেকে এলাকার মানুষকে এই বিষয়ে আশ্বাস দেওয়া হলে পরিস্থিত স্বাভাবিক হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *