বিপুল পরিমাণ অবৈধ চোলাই মদ নষ্ট করলো আবগারি দপ্তর ‌ও ছাতনা থানা পুলিশ।

আবদুল হাই, বাঁকুড়াঃ আজ ছাতনা ব্লকের ধবন অঞ্চলের কেন্দবেদিয়া গ্রামে অবৈধ মদের ঠেক ভাঙলো আবগারি দপ্তর ও ছাতনা থানা পুলিশ। আজ সাতসকালেই বিশাল পুলিশবাহিনী পৌঁছে যায় ওই গ্রামে এবং অবৈধ মদ নষ্ট করে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান চালানো হয় বলে সূত্রের খবর। এছাড়াও আজকের এই অভিযানে যান ছাতনা থানা আইসি আশিস জৈন, ঝাঁটিপাহাড়ি ফাঁড়ির অমিতাভ পান্ডা, এক্সাইজ ওসি সুমিত প্রসাদ, এক্সাইজ ডিএসপি বিশ্বজিৎ ভগত। ৯৬০০ লিটার এফ ওয়াস, ৪৮০ টি কন্টেনার নষ্ট করা হয় এদিন। পরবর্তীতে আরো এরকম অভিযান চালানো হবে বলে জানিয়েছে এক্সাইজ দপ্তর। কাউকে গ্রেফতার করা হয়নি তবে পরবর্তীতে এই কাজের সাথে লিপ্ত থাকলে ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *