নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- আজকাল সত্ বন্ধু পাওয়া খুবই কঠিন। তাও আবার এমন বন্ধু যে কিনা সুখে-দুঃখে সব সময় থাকবে পাশে। এমন বন্ধু পাওয়া যায় না। কিন্তু পশু-পাখিদের মধ্যে সাধারণত বন্ধুত্বপূর্ণ সম্পর্কটি দেখা যায়। কারন তারা শুধু জানে ভালোবাসা দিতে। এমনই একটি নজির দেখা গেল আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের দলগাঁও এলাকায়। সেখানে একটি শূকর ও একটি বাদরের ছানার বন্ধুত্ব দেখে মুগ্ধ এলাকাবাসীর। শুক্রবার শূকরের পিঠে চড়ে দলগাঁও এর বিভিন্ন এলাকা ঘুরে বেড়াল বাঁদর ছানা। এদিন কাঠফাটা রোদে বাদরের কীর্তি দেখে অবাক সকলে।সচরাচর এমন দৃশ্য দেখা যায় না বলে অভিমত স্থানীয় বাসিন্দাদের। একজন নিজের পেটের টানে খাবারের সন্ধানে বিভিন্ন এলাকা ঘুরে বেড়াচ্ছে, আর অন্য জন পিঠে বসে কাঠফাটা রোদে সওয়ারি করছে। সকলেই হতবম্ব এই দৃশ্য দেখে।
একটি শূকর ও একটি বাদরের ছানার বন্ধুত্ব দেখে মুগ্ধ এলাকাবাসী।

Leave a Reply