নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-৩৪নং জাতীয় সড়ক থেকে তাহেরপুর বীরনগর যাওয়ার একমাত্র প্রধান রাস্তা বেহাল দীর্ঘদিন।
ফুলিয়া বাসস্ট্যান্ড থেকে গুরুত্বপূর্ণ বিডিও অফিসের সামনে দিয়ে আরবান্দি পর্যন্ত দীর্ঘ রাস্তা খারাপ থাকার কারণে, একাধিকবার যাত্রী বিক্ষোভ থেকে শুরু করে সংবাদ শিরোনামে উঠে এসেছিল সেই খবর। অথচ শান্তিপুরের উন্নয়ন আধিকারিক ,জেলা পরিষদের সভাধিপতি, পুলিশ ফাঁড়ির আধিকারিকদের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের নিয়মিত যাতায়াত এই পথেই। জেলা প্রাণী চিকিৎসাকেন্দ্র, কিষাণমান্ডি, প্রচুর সংখ্যক দুগ্ধ ব্যবসায়ী, একমাত্র ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, তাঁত শাড়ির বহিরাগত ব্যবসায়ী, গুরুত্বপূর্ণ রেলস্টেশন সর্বোপরি সাধারণ মানুষের যাতায়াত এই পথেই। প্রায় এক যুগ সময় পার হয়ে গেলেও গ্রীষ্মকালীন ধুলো বর্ষাকালীন কাদায় নাজেহাল প্রত্যেকেই।
বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে চিঠি চাপাটি ডেপুটেশনের অন্ত ছিলো না। তবুও উদাসীন প্রশাসন।
আর সেই ক্ষোভেই আজ পথে নামলো ফুলিয়া সিপিআইএমের শাখা ডি ওয়াই এফ আই।
তাদের পক্ষ থেকে ফুলিয়া ভিডিও অফিসের সামনে রাস্তার উপর অবরোধ চলে দীর্ঘ এক ঘন্টা ধরে। তাদের দাবি, জনসমক্ষে এসে বিডিওকে কথা দিতে হবে, রাস্তা সংস্কারের ব্যাপারে না হলে অবরোধ চলবে আবারো। যদিও ভিডিওর মৌখিক আশ্বাসে আপাতত ওঠে অবরোধ তবে ডি-ওয়াই এফ আই এর পক্ষ থেকে আবারো ডেপুটেশন দেওয়া হয়েছে আজ।
দীর্ঘদিন বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে ডিওআইএফআইয়ের পক্ষ খেকে ফুলিয়ায় পথ অবরোধ।

Leave a Reply