হারানো মোবাইল ফোন সাঁকরাইলের প্রশাসনের তাৎপরতায় ফিরে পাওয়ায় খুশি মোবাইল ফোনের গ্রাহকরা।

0
224

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : শেষ এক মাসের মধ্যে অভিযোগের ভিত্তিতে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করল সাঁকরাইল থানার প্রশাসন। ৪৬ টি মোবাইল ফোন তুলে দিলেন সংশ্লিষ্ট ব্যক্তিদের হাতে। চুরি হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন পুনরায় ফিরে পাবেন এমন আশা করতে পারেনি অনেকেই। যে কোন জিনিস হারিয়ে গেলে নিয়মমাফিক লোকাল থানায় একটি অভিযোগ জানাতে হয়। তেমনি যে সকল সংশ্লিষ্ট ব্যক্তিদের হারিয়ে গিয়েছিল মোবাইল ফোন তারা অভিযোগ জানিয়ে ছিলেন। আজ সাঁকরাইল থানার পক্ষ থেকে সেই সকল মোবাইল হারিয়ে যাওয়ার ব্যক্তিদের হাতে তুলে দিলেন মোবাইল ফোন, এতে পুলিশের প্রতি আস্থা বাড়ল সাধারণ মানুষের ‌। মোবাইল ফোন তুলে দিলেন সাউথ ডিসি প্রতীক্ষা ঝাকারিয়া, সাঁকরাইল থানার ভারপ্রাপ্ত অফিসার বিশ্বজিৎ পাত্র, নাজিরগঞ্জ ও মানিকপুর তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত অফিসাররা। এছাড়া সাঁকরাইল বিধানসভা কেন্দ্রের বিধায়িকা শ্রীমতি প্রিয়া পাল উপস্থিত ছিলেন। বিধায়িকা এবং প্রশাসনের কর্তা ব্যক্তিরা নিজে হাতে হারিয়ে যাওয়া ফোন সংশ্লিষ্ট ব্যক্তির হাতে তুলে দিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here