সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – একটি বাঁশবোঝাই ইঞ্জিনচালিত মোটর ভ্যান কে স্কুল গাড়ি ধাক্কা মারলে গুরুতর জখম হয় ইঞ্জিন ভ্যানের চালক সহ ৩ জন। ঘটনাটি ঘটেছে সোমবার বিকালে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার অন্তর্গত ক্যানিং-বারুইপুর রোডের তালদি পোল এলাকায়।ঘটনায় গুরুতর জখম হয়েছেন বরজান সানা,সেন্টু সানা ও আলমগীর পিয়াদা।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে বিষ্ণুপুর থানার অন্তর্গত রচখালির বাসিন্দা বরজান সোনা,বরজান সানা। অন্যদিকে ডায়মন্ডহারবারের বাসিন্দা আলমগীর পিয়াদা। তিনজনে একটি ইঞ্জিন ভ্যান নিয়ে বাঁশ কিনতে গিয়েছিলেন বাসন্তী থানার আমঝাড়া এলাকায়।এদিন বিকালে সেখান থেকে বাঁশ কিনে ইঞ্জিন ভ্যানে করে ক্যানিং-বারুপুর রোড দিয়ে বিষ্ণুপুরে ফিরছিলেন।সেই সময় তালদির পোল এলাকায় একটি স্কুল বাস ইঞ্জিন ভ্যানের পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। ইঞ্জিন ভ্যান থেকে ছিটকে পড়ে গুরুতর জখম হয় ওই তিনজন। স্থানীয়রা তাদের কে উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সেখানেই তিনজন চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে ক্যানিং থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
বাঁশের গাড়িকে স্কুল বাসের ধাক্কা, জখম ৩।

Leave a Reply