জেলার সেরা তকমা পেলো বাসন্তীর নারায়ণতলা রামকৃষ্ণ বিদ্যামন্দির।

বাসন্তী, নিজস্ব সংবাদদাতা: –বিগত দিনে নির্মল বিদ্যালয় ,শিশুমিত্র অ্যায়ার্ড এর মতো পুরষ্কার ঝুলিতে রয়েছে।সেই মুকুটে আরো একটি পালক যুক্ত হল নারায়নতলা রামকৃষ্ণ বিদ্যামন্দির এর মুকুটে।এবার চলতি মাসে জেলার সেরা বিদ্যালয়ের তকমা পেলো এই স্কুল।সামগ্রিক বিচারে জেলার মধ্যে গ্রামীণ মাধ্যমিক বিভাগে প্রথম স্থান অধিকার করে সুন্দরবনের এক স্কুল। আলিপুর নব প্রশাসনিক ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষক দীপক কুমার করের হাতে ‘স্বচ্ছ বিদ্যালয় ২০২২’ পুরষ্কার তুলে দেন শিক্ষা আধিকারীক সুব্রত পালিত। উপস্থিত ছিলেন জেলাপরিষদ সভাধিপতি শামিমা শেখ সহ অন্যান্যরা।স্বচ্ছ বিদ্যালয় পুরষ্কারের পাশাপাশি ‘অপারেশন ও রক্ষণাবেক্ষণ’ উপ-বিভাগে পুরষ্কার লাভ করে সুন্দরবনের এই বিদ্যালয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক কুমার কর জানিয়েছেন ‘পুরষ্কার পাওয়ার পর বিদ্যালয়ের প্রতি আরো অনেকখানি দায়িত্ববোধ বেড়ে গেলো। আগামী দিনে যাতে করে আরো বড় ধরণের পুরষ্কার পেতে পারে তারজন্য আমরা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা,ছাত্রী-ছাত্রী ও অভিভাবকগণ মিলিত ভাবে প্রচেষ্টা চালিয়ে যাবো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *