নিজস্ব সংবাদদাতা, মালদাঃ– ব্যাপক ক্ষতির মুখে মানিকচকের পাট চাষ।মাথায় হাত পাট চাষিদের।চলছে শ্রাবণ মাস তবুও বৃষ্টিহীন মালদা জেলা।অনাবৃষ্টের কবলে পড়ে ব্যাপক ক্ষতির মুখে পাট চাষ।ফলে বিপাকে পাট চাষিরা।অনেকে আবার লিজে জমি নিয়ে পাট চাষ করে থাকে।
মালদার মানিকচকের বিভিন্ন এলাকায় পাট চাষ করে থাকে পাট চাষিরা।গত বছর পাট চাষ করে লাভের মুখ দেখেছিল পাট চাষিরা।কিন্তু এবছর বৃষ্টির অভাব এবং প্রখর তাপে জমিতেই পাট গাছগুলো শুকিয়ে পোকা ধরেছে।
অনেকে আবার কিরোসিন ও ডিজেল কিনতে নাজেহাল অবস্থা।কিছু দিন পাম্পের সাহায্যে জমি জল দিলেও এখন তা ছেড়ে দিয়েছে।এবারে অবৃষ্টির কারণে বিঘার পর বিঘা পাট গাছ শুকিয়ে গেছে।অনাবৃষ্টির জন্য এবারে প্রচুর ক্ষতির মুখে পাট চাষিরা।
এবিষয়ে পাট চাষি মৃতঞ্জয় মন্ডল বলেন,অনাবৃষ্টির কারণে বিঘা বিঘা পাট গাছ জমি শুকিয়ে গেছে।আমি লিজে জমি নিয়ে পাট চাষ করেছি।প্রখর তাপে পাট গাছ শুকিয়ে গেছে।এখন কী করবো ভেবে উঠতে পারছি না।
Leave a Reply