স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আর্থিক স্বনির্ভরতার লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করল ঝাড়গ্ৰাম জেলা পুলিশ।

তৃণ্ময় বেরা, ঝাড়গ্রাম: – স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আর্থিক স্বনির্ভরতার লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করল ঝাড়গ্ৰাম জেলা পুলিশ। জেলা পুলিশের সৃজন প্রকল্পের মাধ্যমে মহিলাদের মাসরুম চাষে প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় পরিকাঠামো যুক্ত ঘরের মধ্যে মাসরুম চাষের ব্যবস্থা করে দেওয়া হল‌‌।শুক্রবার নয়াগ্ৰাম থানা এলাকার পাতিনা পুলিশ ক্যাম্পে সেই ‘সৃজন’ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন ঝাড়গ্ৰাম জেলা পুলিশ সুপার অরিজিৎ সিনহা। এছাড়াও এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, নয়াগ্ৰাম বিধানসভার বিধায়ক দুলাল মুর্মু, অতিরিক্ত জেলা পুলিশ সুপার অপারেশন উত্তম ঘোষ,গোপীবল্লভপুর সার্কেলের এসডিপিও মেকয়ানা মিথকুমার সঞ্জয় কুমার, ব্লকের বিডিও ঋতুপর্ণা চ্যাটার্জী,নয়াগ্ৰাম থানার আইসি সুদীপ ঘোষাল,পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্চিতা ঘোষ, প্রমুখ। এদিনের সৃজন প্রকল্পের উদ্বোধন করতে এসে ঝাড়গ্ৰাম জেলা পুলিশ সুপার অরিজিৎ সিনহা বলেন, “জেলার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আর্থিক স্বনির্ভরতার লক্ষ্যে একপ্রকার পাইলট প্রোজেক্ট হিসাবে আজ গোপীবল্লভপুর এবং নয়াগ্ৰাম এলাকার মোট ২৬ টি পরিবারকে নিয়ে সৃজন প্রকল্পের মাধ্যমে মাসরুম চাষের উৎসাহ দেওয়া হচ্ছে। আগামী দিনে ভালো সাড়া পেলে জেলা জুড়ে আরাও বেশি পরিমাণে মহিলাদের উৎসাহ দেওয়া হবে।” পাশাপাশি জেলা পুলিশ সুপার আরও বলেন যে, “এলাকায় প্রচুর পরিমাণে মানুষ বেআইনি চোলাই কারবারে যুক্ত, প্রতি নিয়ত চোলাই কারবার রুখতে অভিযান চলছে। কিন্তু চোলাই কারবারিদের চোলাই কারবার ছেড়ে আগামী দিনে বিকল্প রোজগারের ব্যবস্থা করে দেওয়ার জন্য এইরকম প্রকল্পে উৎসাহ দেওয়া হবে পুলিশের পক্ষ থেকে।” কর্মসূচিতে ছিলেন বিধায়ক দুলাল মুর্মু। তিনি বলেন, “রাজ্যের মহিলাদের জন্য মুখ্যমন্ত্রী নানা ধরনের স্বনির্ভরতার উদ্যোগ নিয়েছেন যার মধ্যে এই মাসরুম চাষের উৎসাহ প্রদান। যা পুলিশের পক্ষ থেকে উৎসাহিত করা হচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *