এসএসসি নিয়োগ কেলেঙ্কারি : টানা তিরিশ ঘণ্টা জেরার পর গ্রেপ্তার পার্থ চট্টোপাধ্যায়।

0
960

কলকাতা, দেবারতি গোস্বামী:-টানা ৩০ ঘন্টা ইডির জেরার পর এসএসসি নিয়োগ কেলেঙ্কারিতে গ্রেপ্তার পার্থ চট্টোপাধ্যায় |তাকে নিয়ে যাওয়া হচ্ছে ব্যাঙ্কশাল আদালতে | শুক্রবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ ঘনিষ্ঠ অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায় টালিগঞ্জের বিলাসবহুল ডায়মন্ড সিটি ফ্ল্যাটে হানা দেয় ইডি আধিকারিকরা | ইডির তল্লাশিতে প্রথম ধাপে উদ্ধার হয় ২১.২০কোটি টাকা |তারপরে ৩০ঘন্টা জেরায় উঠে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য | আরো টাকা পয়সা গয়না ও সম্পত্তির হদিশ পান ইডি আধিকারিকরা | অর্পিতা মুখোপাধ্যায়ের কাছ থেকে ২১.২০ কোটি টাকা ছাড়াও ৭৯ লক্ষ টাকার অলঙ্কার, ৫৪ লক্ষ টাকার বৈদেশিক মুদ্রা, কলকাতায় আটটি ফ্ল্যাট, ২০টি মোবাইল এবং কলকাতায় জমির কাগজপত্র বাজেয়াপ্ত করেছে। অর্পিতা মুখোপাধ্যায়ের কাছ থেকে বাজেয়াপ্ত করা নোটগুলির সঙ্গে শিক্ষা দফতরের নামে খাম ভর্তি ৫০০ টাকা ও ২০০০ টাকা ও উদ্ধার করা হয়েছে। এত টাকার উৎস জানতে জেরা করা হলে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা কোন সদুত্তর দিতে পারেননি | অসংলগ্ন উত্তর দেওয়ায় তদন্তে অর্পিতার বিরুদ্ধে অসহযোগিতা করার অভিযোগ এনে অর্পিতা সহ পার্থ চট্টোপাধ্যায় কে গ্রেপ্তার করেছে ইডি|এমনকি পার্থ ঘনিষ্ঠ মোনালিসা দাস নামে আরো একজন অধ্যাপিকা নামও উঠে আসছে জেরায় | তবে তাকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি |

ইডির সূত্রে খবর অর্পিতাকে জিজ্ঞাসাবাদে জানা গেছে যে শিক্ষক নিয়োগে কারচুপির জন্য একটি বড় নেটওয়ার্ক কাজ করছে। এই নেটওয়ার্ক নিম্ন স্তরের দালাল থেকে মন্ত্রী থেকে শুরু করে ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে যুক্ত ছিল। ইডি আধিকারিকদের দাবী, একটি সম্পূর্ণ চেইন কাজ করছে এই শিক্ষা ক্ষেত্রে নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে ।এ ক্ষেত্রে , প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর অনেক অফিসারের নাম এই মামলায় সরাসরি জড়িত এবং তাদের বিরুদ্ধে জোরালো প্রমাণ পাওয়া গেছে, যা ইডি আধিকারিকরা আদালতে জমা করবেন।
অন্যদিকে গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আত্মসহায়ক সুকান্ত আচার্য|| সুকান্তকে নিউ ব্যারাকপুরের ৭ নম্বর গেট এলাকা থেকে আটক করেছে ইডি। শুক্রবার সকাল থেকে বাংলার বিভিন্ন প্রান্তে এসএসসি দুর্নীতির তদন্তে তল্লাশি চালিয়েছিল ইডি। একটি টিম পৌঁছেছিল সুকান্তর বাড়িতেও। তারপর দিনভর জেরা করার পর গভীর রাতে তাঁকে আটক করা হয়।
এসএসসি দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তারের পর যথেষ্ট অস্বস্তিতে শাসক দল |সূত্রে খবর ইডি হানার পর এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় কোনরকম যোগাযোগ করেননি পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে | অন্যদিকে বিরোধী শিবির সুর চড়াচ্ছে এই সরকার দুর্নীতি সরকার তা প্রমাণ করে দিচ্ছে এই ঘটনা|

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here