বার্মিংহাম এ বসছে ২০২২ কমনওয়েলথ গেমস এর আসার।

0
801

বহু প্রতীক্ষার পরে বসছে ২০২২ কমনওয়েলথ গেমস, আনুষ্ঠানিকভাবে দ্বাবিংশ কমনওয়েলথ গেমস ও সাধারণভাবে বার্মিংহাম ২০২২ নামে পরিচিত। ইংল্যান্ডের বার্মিংহামে অনুষ্ঠিত কমনওয়েলথভূক্ত সদস্য দেশসমূহের জন্য একটি আন্তর্জাতিক বহু-ক্রীড়া প্রতিযোগিতা। লন্ডনে ১৯৩৪ সালে ও ম্যানচেস্টারে ২০০২ সালের পর, ইংল্যান্ড এই নিয়ে তৃতীয়বারের জন্য গেমসটি আয়োজন করেছে। গেমস ২০২২ সালের ২৮ জুলাই থেকে ৮ আগস্টের মধ্যে অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।  কমনওয়েলথ গেমস ফেডারেশন (সিজিএফ) ২০১৭ সালের ২১ ডিসেম্বর বার্মিংহামের এরিনা একাডেমিতে এক সংবাদ সম্মেলনে শহরটির নাম আয়োজক হিসেবে ঘোষণা করে।

।।সংগৃহীত।।