৯ বছর পর অবশেষে খুলে গেল আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার অন্তর্গত ভুটান সীমান্তের বান্দাপানি চা বাগান।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ ৯ বছর পর অবশেষে খুলে গেল আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার অন্তর্গত ভুটান সীমান্তের বান্দাপানি চা বাগান। সোমবার দুপুরে ফিতে কেটে চা বাগানের কারখানায় প্রবেশ করেন রাজ্যের আদিবাসী উন্নয়ন মন্ত্রী বুলু চিকবরাইক। ছিলেন এনইউপিডব্লিউয়ের মণি কুমার দার্নাল, তৃণমূলের জেলা সভাপতি প্রকাশ চিকবরাইক, ব্লক সভাপতি সঞ্জয় লামা, তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের বীরেন্দ্র বড়া, মান্নালাল জৈন, নকুল সোনার, রবিন রাই, উত্তম সাহা, আইএনটিটিইউসির বিনোদ মিনজ, কল্লোল দেব প্রমুখ। এদিন মন্ত্রী বুলু বুলু চিকবড়াইক জানান, মুখ্যমন্ত্রী নির্দেশ সমস্ত বন্ধ চা বাগান খুলতে হবে। আম‍রা ধাপে ধাপে সমস্ত চা বাগান খোলার চেষ্টা করছি।এদিন বান্দাপানি চা বাগান খুলে যাওয়ায় সবাই খুশি। এতদিন বাদে বাগান খুলে যাওয়ায় শ্রমিকদের মুখে চওড়া হাসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *