চোর ধরো জেল ভরো কর্মসূচি বাঁকুড়া জেলা এস এফ আই এর।

0
323

বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:- বৃষ্টিকে উপেক্ষা করে আজ বাঁকুড়া জেলা এস এফ আই নেতৃত্ব ঘুষ মুক্ত মেধা যুক্ত, সচ্ছ নিয়োগের দাবিতে এবং
পশ্চিমবঙ্গ সরকারের নিয়োগ দুর্নীতি সহ কাটমানি সিন্ডিকেট তোলাবাজীর বিরুদ্ধে গর্জে ওঠল। বাঁকুড়া জেলা এস এফ আই এর পক্ষ থেকে বাঁকুড়ার প্রাণকেন্দ্র মাচানতলায় পথ অবরোধ ও বিক্ষোভ দেখানো হয় ।
এই দিন পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি কে হাতিয়ার করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গর্জে ওঠে এস এফ আই নেতৃত্ব। ওই পথ সভা থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতি সহ কাটমানি তোলাবাজি নিয়ে তৃণমূল সরকার ও নেতা নেতৃদের তীব্র আক্রমণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here