রাজবংশী ভাষায় দারুণ মজাদার সমস্ত ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করে  বেশ সাড়া ফেলে দিয়েছেন ফালাকাটা ব্লকের জটেশ্বরের বাসিন্দা সুজন রায়।

0
234

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- রাজবংশী ভাষায় দারুণ মজাদার সমস্ত ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করে  বেশ সাড়া ফেলে দিয়েছেন ফালাকাটা ব্লকের জটেশ্বরের বাসিন্দা সুজন রায়। সঙ্গী সায়ন রায়, সমীর রায় ও উত্তম রায়। প্রত্যেকেই একই এলাকার বাসিন্দা। নতুন কিছু করার তাগিদ থেকেই তাঁদের রাজবংশী ভাষায় ভিডিও তৈরি শুরু। কয়েক লক্ষ মানুষ নিয়মিত তাঁদের ভিডিও দেখেন। জানা গিয়েছে, ২০২১ সালে শুরু। সেই সময় সুজন নিজেই নানা ধরনের ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করা শুরু করেন। কোনও কাজেই প্রথমে সেভাবে সাফল্য আসে না। সুজনেরও আসেনি। তবে ওই যুবক হাল ছাড়েননি। এদিন সুজন বললেন, ‘প্রথম অবস্থায় সবাইকে নিয়ে কাজ বেশ কষ্টকর ছিল। পরিস্থিতি প্রতিকূলে গেলেও আমরা হাল ছাড়িনি। বর্তমানে একটি শর্ট ফিল্মের কাজ চলছে। সেটিও দর্শকদের মন কারবে বলে আশা তার।’ ইতিমধ্যে ১০০টিরও বেশি ভিডিও তৈরি হয়ে গিয়েছে। কমেডির পাশাপাশি বিভিন্ন সচেতনতা মূলক ভিডিও-ও তৈরি করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here