আইএসসির সর্বভারতীয় মেধা তালিকায় তৃতীয় স্থানে রয়েছে নদিয়ার রানাঘাট কনভেন্ট অফ জেসাস এন্ড মেরি স্কুলের ছাত্র অর্কজ্যোতি দে।

0
260

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আইএসসির সর্বভারতীয় মেধা তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ৭৮ জন। তার মধ্যে বাংলার রয়েছে ১৬ জন। তৃতীয় স্থানে রয়েছে নদিয়ার রানাঘাট কনভেন্ট অফ জেসাস এন্ড মেরি স্কুলের ছাত্র অর্কজ্যোতি দে।
আগামী বছর জয়েন্ট দিতে চায়। আগামীতে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চায় সে। তার প্রাপ্ত নম্বর ৩৯৭, গণিত এবং পদার্থবিদ্যায় শতকরা ১০০, ইংরেজিতে ৯৯ এবং কম্পিউটার সাইন্সে ৯৮ নম্বর পেয়েছে। রানাঘাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বাবা হরিনারায়ণ দে একজন রেলকর্মী। অর্কজ্যোতি ভালবাসে টেবিল টেনিস খেলতে। মা রুমা দে গৃহবধূ। দিদি অয়ন্তিকা দে। এই সাফল্যের পেছনে দিদি জামাইবাবু এবং শিক্ষক-শিক্ষিকাদের ভূমিকা রয়েছে বলে জানান অর্কজ্যোতি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here