গণেশ স্নান করতে গিয়ে ভাটার টানে তলিয়ে গেলেন আশি বছরের বৃদ্ধ।

0
270

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : – সাত সকালে গঙ্গা স্নান করতে গিয়ে ভাটার টানে চলে গেলেন ৮০ বছরের বৃদ্ধ মানিক চাঁদ রাম। সূত্রের খবর সাঁকরাইল থানা অন্তর্গত মানিকপুর গ্রাম পঞ্চায়েতের ডেল্টা জুটমিল সংলগ্ন এলাকার বাসিন্দা তিনি। বরাবরই গঙ্গাস্নান করার অভ্যাস এই মানিক চাঁদের। আজ সকালে মানিকপুর পাকা ঘাটে স্নান করতে যান মানিক চাঁদ। একমাত্র ছেলে অর্জুন রামের বক্তব্য অনুযায়ী ‘বাবা সাড়ে পাঁচটার সময় গঙ্গাস্নান করতে চলে যান তারপরে এলাকার লোকের কথা শুনে গিয়ে দেখেন তার জুতা এবং চশমা ও লাঠি পড়ে আছে ভাটার টানে বাবা তলিয়ে গেছে’। এক প্রত্যক্ষ দর্শী বিবরণ যায় জানা যায়, তলিয়ে যাওয়ার সময় একজন ব্যক্তি তাকে গামছা দিয়ে ধরে টেনে আনার চেষ্টা করে কিন্তু ভাটার টানে তাকে রাখতে পারিনি গামছা সঙ্গে তিনি চলে যান। এলাকার পঞ্চায়েত সদস্যের স্বামী আকবর জানান তার এলাকার বাসিন্দা এই বৃদ্ধ মানিক চাঁদ রাম। উনার প্রতিদিনের অভ্যাস গঙ্গাস্নান করার। আজ কিভাবে উনি জলে তলিয়ে গেলেন তা বুঝতে পারছি না। থানা ইনফর্ম করা হয়েছে। এই নিয়ে মিল এলাকায় চাঞ্চল্য ছড়ায়। মানিকপুর থানার প্রশাসন ঘটনার তদন্ত করে দেখছেন কিভাবে লোকটি গঙ্গায় তলিয়ে গেল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here