১২ টি দেশ কে হারিয়ে ষষ্ঠ আর্ন্তজাতিক ক্যারাটে চ্যাম্পিয়ানসীপ-২০২২ এ জোড়া গোল্ড মেডেল ক্যানিংয়ের প্রিয়াংশু’র।

0
401

সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং — অবিশ্বাস্য!আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় দুটি বিভাগেই জিতলো গোল্ড মেডেল।সদ্য বছর ১৬ বয়সের প্রিয়াংশু দাস।৩০-৩১ জুলাই নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হয়েছিল ষষ্ঠ আর্ন্তজাতিক ক্যারাটে চ্যাম্পিয়ানশীপ-২০২২ প্রতিযোগিতা। অংশ গ্রহণ করেছিল বাংলাদেশ,নেপাল,ভুটান,সৌদি আরব,মায়নমার,শ্রীলঙ্কা,দক্ষিণ আফ্রিকা,ভারত সহ মোট ১২ টি দেশের ২০০০ জন ক্যারাটে খেলোয়াড়।সকলকে তাক লাগিয়ে কলকাতার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে ৩০-৩১ জুলাই আয়োজিত ষষ্ঠ আর্ন্তজাতিক ক্যারাটে চ্যাম্পিয়ানসীপ-২০২২ ক্যারাটে ‘ফাইট’ ও ‘কাতা’ প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করে প্রিয়াংশু দাস।দুটি বিভাগেই গোল্ড মেডেল পেয়ে সুন্দরবনবনের ক্যানিং তথা ভারতবর্ষের সম্মান আর্ন্তজাতিকস্তের পৌঁছে দিয়েছে ছোট্ট কিশোর।
ক্যানিং ষ্টেশন লাগোয়া ফুটপাথের সামান্য একজন ফল বিক্রেতা দম্পতী দীপঙ্কর দাস ও বনশ্রী।দম্পতির এক ছেলে,এক মেয়ে।অভাবের সংসারে একমাত্র ছেলে প্রিয়াংশু দাস। ক্যানিং ডেভিডসেশুন হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্র। বিগত ২০১৭ কেরল রাজ্যের কান্নুর স্টেডিয়ামে ক্যারাটে কালারী পাই টু প্রতিযোগীতায় অংশ গ্রহণ করে সাতটি রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করে গোল্ড মেডেল পেয়েছিল ।২০১৮ সাবজুনিয়র ক্যারাটে প্রতিযোগিতায় অংশ গ্রহন করে সবাইকে তাক লাগিয়ে পাঞ্জাবের গুলবার্গ ব্যাডমিন্টন হলে তৃতীয় আর্ন্তজাতিক সাবজুনিয়র ক্যারাটে ‘ফাইট’ প্রতিযোগিতায় প্রথমস্থান দখল করে গোল্ড মেডেল পায়। ২০১৯ এ আর্ন্তজাতিক ক্যারাটে প্রতিযোগিতায় খেলার জন্য শ্রীলঙ্কা যাওয়ার ছাড়পত্র পেয়েছিলো। অর্থনৈতিক অনটনের জন্য যেতে পারেনি প্রিয়াংশু।
আর্ন্তজাতিকস্তরের পৃথিবী বিখ্যাত জাপানী ক্যারাটে ট্রেনার সেইকো নিশিমুরা(Seiko Nishimura) ২০১৮ সালে এক পুরষ্কার বিতরণী মঞ্চে প্রিয়াশু সম্পর্কে জানিয়েছিলেন “ছোট্ট প্রিয়াংশু আগামী দিনে আর্ন্তজাতিকস্তরের বড় প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে ভারতবর্ষের সম্মান কে উচ্চশিখরে পৌঁছে দেবে সেদিক দিয়ে কোন সন্দেহ নেই”।
তাঁর সেই ভবিষ্যত বানী ২০২২ এ প্রতিফলিত।ষষ্ঠ আন্তর্জাতিক চ্যাম্পিয়ানশীপ -২০২২ ক্যারাটে প্রতিযোগিতায় ৩১ আগষ্ট প্রিয়াংশুর মুকুটে যোগ হল দু-দুটি স্বর্ণ পালক। নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে এদিন প্রিয়াংশুর হাতে পুরষ্কার তুলে দেন আয়োজক সংস্থার কর্মকর্তারা।
উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ক্যারাটে ফেডারেশান (দঃ আফ্রিকা)এর সভাপতি সোন্নি পিল্লে,পশ্চিমবঙ্গ রাজ্য ক্যারাটে এসোসিয়েশনের সভাপতি প্রেমজিৎ সেন, সম্পাদক জয়দেব মন্ডল,বালকৃষ্ণ দামানী সহ অন্যান্য বিশিষ্টরা।
সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আন্তর্জাতিকস্তরে দেশের সম্মান উজ্জ্বল করায় খুশি ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার ক্রীড়া কমিশনের সদস্য পরশ কুমার মিশ্র।তিনি প্রিয়াংশুকে ভূয়সী প্রশংসা করেছেন।
অন্যদিকে প্রিয়াংশু’র অভাবনীয় সাফল্যে খুশি ক্যানিং ডেভিড সেশুন উচ্চমাধ্যমিক হাইস্কুলের প্রধান শিক্ষক কৃষ্ণ ভকত,যাদব চন্দ্র বৈদ্য সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে তার সহপাঠীরা।
আগামী দিনে প্রিয়াংশুর ইচ্ছা,ক্যারাটে কে বিশ্ব আঙিনায় পৌঁছে দেওয়া। পাশাপাশি দেশের সেনাবাহিনী তে যোগ দিয়ে দেশকে সুরক্ষিত করার কাজে মগ্ন হতে বদ্ধ পরিকর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here