বাউল আঙ্গিকের লোক শিল্পীদের নিয়ে বাঁকুড়ায় কর্মশালা।

0
164

সুদীপ সেন, বাঁকুড়া:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে লোক শিল্পীদের বিশেষ গুরুত্ব ও মর্যাদা দেওয়া হয়েছে।

বিভিন্ন সরকারি অনুষ্ঠানে তাঁদের সঙ্গীত পরিবেশনের জন্য আমন্ত্রণ করা হচ্ছে। দেওয়া হচ্ছে ভাতা।

নানা সরকারী পরিসেবা আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে লোক শিল্পীদের একত্রিত করে শুরু হয়েছে বিভিন্ন স্থানে কর্মশালা।

অনুরূপ কর্মশালা বাঁকুড়ার রবীন্দ্র ভবনে বুধ বার অনুষ্ঠিত হলো জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে।

এই কর্মশালায় লোক শিল্পীদের সাথে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি তথা রাই পুরের বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু, বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান অলকা সেন মজুমদার, তাল ডাংরার বিধায়ক অরূপ চক্রবর্ত্তী, বাঁকুড়ার মহকুমা শাসক সুশান্ত কুমার ভক্ত, সমাজ কল্যাণ দপ্তরের আধিকারিক, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক গণেশ হাঁসদা ও অন্যান্য আধিকারিক বৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here