২৪ এর লোকসভা নির্বাচনে ভারতবর্ষের প্রথম আসন কোচবিহার,এই আসন দিদির হাতে তুলে দেওয়ার শপথ গিরিন্দ্রনাথের।

0
204

কোচবিহার, ৩ আগস্টঃ “২৪ এর লোকসভা নির্বাচনে ভারতবর্ষের প্রথম আসন কোচবিহার, সেই আসন আমরা জয়লাভ করে দিদির হাতে তুলে দেবও।” নতুন দায়িত্ব পাওয়ার পর সাংবাদিক বৈঠক করে একথা জানালেন কোচবিহার জেলার চেয়ারম্যান গিরিন্দ্র নাথ বর্মণ।
এদিন কোচবিহার জেলার কোচবিহার জেলার নতুন সভাপতি অভিজিৎ দে ভৌমিককে সঙ্গে নিয়ে ষ্টেশন চৌপথীতে দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন তিনি।
সেখানে তিনি বলেন, আমি তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা চেয়ারম্যান ও জেলা সভাপতিকে সঙ্গে নিয়ে বলছি কোচবিহারে কোন আর বদনাম থাকবে না সকল স্তরের নেতা কর্মীদের নিয়ে ঐক্যবদ্ধ চেয়ারা তুলে ধরব রাজ্য নেতৃত্বের কাছে তুলে ধরবো এবং আগামী দিনে আমাদের দুটি লক্ষ স্থির করলাম। এক ২৩ এর পঞ্চায়েত নির্বাচন ও দুই ২০২৪ সালের লোকসভা নির্বাচন।
তিনি আরও বলেন, ২০১৯ সালের যে ক্ষত রয়েছে তা দূর করে কোচবিহার লোকসভা কেন্দ্র ভারতবর্ষের পার্লামেন্টের ১ নং আসনে আমাদের যে প্রার্থী হবে তাকে জয়ী করে দিদির হাতে তুলে দেবো। আজ থেকে আমি দলের চেয়ারম্যান ও দলের সভাপতি এই শপথ নিচ্ছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here