নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- এক গৃহস্থের বাড়ি থেকে বিষধর সাপ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে ফালাকাটা ব্লকের হেদায়েত নগর এলাকার এক বাড়িতে। জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকালে সংশ্লিষ্ট এলাকার সুজন রায়ের বাড়িতে তিন টি বিষধর গোখরো সাপের বাচ্চা দেখতে পাওয়া যায়। বাড়ির সদস্যরা ওই সাপ গুলিকে দেখে আতঙ্কিত হয়ে পড়েন। পরবর্তীতে বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছোয়। পর ওই তিনটি বিষধর সাপকে উদ্ধার করে বন কর্মীরা।
এক গৃহস্থের বাড়ি থেকে বিষধর সাপ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল।

Leave a Reply