বৃহস্পতিবার মুর্শিদাবাদের রাণীনগরে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে আহত হলেন এক তৃণমূল কর্মী।

0
228

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। বৃহস্পতিবার মুর্শিদাবাদের রাণীনগরে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে আহত হলেন এক তৃণমূল কর্মী। অভিযোগ, তাকে স্থানীয় এক সদ্য দলে ঢোকা এক নেতার আদেশে মারধর করা হয়েছে। বেধড়ক মারধর করে তার হাত পা ভেঙে দেওয়া হয়। জানা গেছে, রাণীনগর থানার গোধনপাড়াহাটের বাসিন্দা জিন্নাত আলি বহুদিন থেকে তৃণমূলের সক্রিয় কর্মী। তার একটি মাইকের দোকান আছে। সদ্য তৃণমূল দলে যোগ দেওয়া স্থানীয় নেতা শাহ আলম সরকার তার দলবল নিয়ে এসে জিন্নাতকে মারধর করে বলে অভিযোগ। জিন্নাত জানিয়েছেন, তাকে দল থেকে তাড়ানোর জন্যই চক্রান্ত করে প্রাণে মেড়ে ফেলার চেষ্টা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here