তৃনমূলের গোষ্ঠীদ্বন্দের জেরে আক্রান্ত পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ, অভিযোগের তীর দলেরই অপর গোষ্ঠীর দিকে।

0
174

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ দলের গোষ্ঠীদ্বন্দের জেরে আক্রান্ত হলেন পঞ্চায়েত সমিতির বন ও ভূমি দফতরের কর্মাধ্যক্ষ। প্রকাশ্য বাজারে তাঁকে রাস্তায় ফেলে মারধর করা হয় বলে অভিযোগ। আজ সকালে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার পাত্রসায়েরে।

বাঁকুড়ার পাত্রসায়েরে তৃনমূল ব্লক সভাপতি দিলীপ ব্যানার্জী গোষ্ঠীর বিরোধী গোষ্ঠী হিসাবে পরিচিত এলাকার তৃনমূল যুব সভাপতি সুব্রত দত্তর গোষ্ঠী। আজ যুব সভাপতি সুব্রত দত্তর ঘনিষ্ঠ হিসাবে পরিচিত পাত্রসায়ের পঞ্চায়েত সমিতির বন ও ভূমি দফতরের কর্মাধ্যক্ষ সুব্রত কর্মকার বাইক নিয়ে পাত্রসায়ের বাজারে যান। অভিযোগ সেই সময় বিরোধী গোষ্ঠীর ঘনিষ্ঠ শেখ মনিরুলের উপস্থিতিতে একদল দুস্কৃতি তাঁর উপর হামলা চালায়। রাস্তায় ফেলে তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। পরে তাঁকে উদ্ধার করে স্থানীয় পাত্রসায়ের ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। আক্রান্ত বন ভূমি কর্মাধ্যক্ষ সুব্রত কর্মকারের দাবী তৃনমূলেরই ব্লক সভাপতি গোষ্ঠীর লোকজন তাঁকে মারধর করেছে। তৃনমূলের ব্লক সভাপতি হামলাকারীদের তাঁর গোষ্ঠীর লোক বলে মানতে নারাজ। বিষয়টিকে গোষ্ঠীদ্বন্দ বলেও মানতে চাননি তৃনমূলের ব্লক সভাপতি। তাঁর বক্তব্য ব্যাক্তিগত ইর্ষার কারনে তাঁকে কালীমালিপ্ত করা হচ্ছে। তৃনমূলের বিষ্ণুপুর জেলা সভাপতি বলেন, ঘটনার কথা শুনেছি। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here