নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- লোকাল সম্মেলন ও ব্রাঞ্চ সম্মেলন অনুষ্ঠিত হলো আর এস পি-র দলীয় কার্যালয়ে।বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের খগেনহাটের আর এস পি-র দলীয় কার্যালয়ে ওই লোকাল সম্মেলন ও ব্রাঞ্চ সম্মেলন অনুষ্ঠিত হয়।এদিন উপস্থিত ছিলেন, জেলা সম্পাদক সুনীল বণিক ছিলেন জেলা কমিটির অন্যতম সদস্য বিকাশ দাস, যুবনেতা সঞ্জীব বক্সী প্রমুখ। জানা গিয়েছে, এদিন ওই সম্মেলন শেষে খগেনহাট বাজারে একটি পথসভাও করা হয়।
লোকাল সম্মেলন ও ব্রাঞ্চ সম্মেলন অনুষ্ঠিত হলো আর এস পি-র দলীয় কার্যালয়ে।

Leave a Reply